কানাইঘাট থেকে সংবাদদাতা :
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নবগঠিত কানাইঘাট পৌর শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ গতকাল শুক্রবার বিকেল ৪টায় কানাইঘাট উত্তর বাজারস্থ দলের অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। জাসদ কানাইঘাট পৌর শাখার আহ্বায়ক মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও জাসদ নেতা আলী হোসেনের পরিচালনায় উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী লাল মোহন দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদ জেলা শাখার সহ সম্পাদক কবির উদ্দিন, জেলা জাসদের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা আব্দুস সামাদ আজাদ (উজ্জ্বল), বাবুল হোসেন, হালিম আহমদ, এম.সি কলেজ জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন, জাসদ নেতা মখলিছুর রহমান, হোসেন আহমদ, কবির আহমদ, মুহিবুর রহমান, সুমন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯৭২ সালের ৩১ অক্টোবর মুক্তিযোদ্ধের চেতনাকে ধারন করে শোষনহীন বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে লালন করে জাসদের জন্ম হয়। জাসদ তার জন্ম লগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত সমাজ তান্ত্রিক আন্দোলনকে দেশ ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য জঙ্গীবাদ, মৌলবাদ, অপরাজনীতি, দুর্নীতি, লুটেরা ও উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াকু সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের অংশীদারিত্ব হয়ে ২০ দলীয় জোটের সব ধরনের নৈরাজ্য ও যুদ্ধাপরাধী রাজাকারদের বিরুদ্ধে জাসদের সংগ্রামী সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাসদের নেতাকর্মীরা আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন। জাসদের হাতকে শক্তিশালী করার জন্য পার্টির ছায়াতলে কৃষক শ্রমিক মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। কর্মী সভায় আগামী কানাইঘাট পৌরসভার নির্বাচনে জাসদ মনোনীত মেয়র প্রার্থী হিসাবে পৌর জাসদের সভাপতি মোঃ তাজ উদ্দিনের নাম ঘোষণা করা হয়।