জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো-বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর রবিবার জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর গ্রামের বৈঠাখালি নামক খালে গ্রামবাসীর উদ্যোগে পলো-বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়। পলো-বাওয়া উৎসবে এলাকার সৌখিন জনতা অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতামূলক পলো-বাওয়া উৎসবে কমবেশি সবাই মাছ পেয়ে আনন্দিত হয়েছেন। এদিকে-পলো-বাওয়া উৎসব দেখতে খালপাড়ে উৎসুক জনতা ভীড় জমান। এ যেন গ্রাম বাংলার চিরচেনা রূপ। যা অনুপ্রেরণা যোগায় আগামী প্রজন্মকে। স্মরণ করিয়ে দেয় গ্রামীণ জনপদের জীবনমান।