আর কে হৃদয়

10

গোপন কারিগর :

হেমন্তের শেষে খেজুরের রসে মিশে,
শীতের আগমনী গান ভেসে আসে।
সরিষা ফুলের নাচন,
নতুন ধানের পিঠায়,
নব আনন্দে ওই কিরণ হাসে।
শুষ্ক বাতাস, কুয়াশার চাদর গায়ে,
ভ‚পৃষ্ঠ নতুন সাজে।
শুকনো পাতার মর্মর আওয়াজে,
কুয়াশার টপ টপ শব্দ গুলো এক সুরে বাজে।
গাছের মাথায় শিশির দানা,
কিশোর মনে তার ভাবনা,
জিজ্ঞেসে মন
কোন আবেশে এ রূপ পেল?
কিরণ ছোঁয়ায় ঝিলিক দিল!
তাহার তরে
আছেন কে সে
গোপন কারিগর?