ধর্মীয় উগ্রবাদ ছড়াচ্ছে রাজারবাগ পীর, বদলাতে চায় গোপালগঞ্জ ৪ জেলার নাম

14

কাজিরবাজার ডেস্ক :
রাজারবাগ পীর ও তার অনুসারীরা মহান স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের নাম পরিবর্তন করে গোলাপগঞ্জ করে তাদের পত্রিকা দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাতের মাধ্যমে প্রচার করছে। এছাড়াও রাজধানীর অদূরে নারায়ণগঞ্জ জেলার নাম পরিবর্তন করে নূরানীগঞ্জ, উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলার নাম পরিবর্তন করে নূরগাঁও ও ব্রাহ্মণবাড়িয়ার নাম পরিবর্তন করে আমানবাড়িয়া করার প্রস্তাব দিয়ে তারা নিজেদের সাম্প্রদায়িক মনোভাব সারাদেশের সাধারণ মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করেছে।
আদালতের নির্দেশনা অনুসারে তদন্ত শেষে রাজারবাগ পীর অনুসারীদের বিরুদ্ধে প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। রাজারবাগ পীর ও অনুসারীদের জঙ্গি সম্পৃক্ততা নিয়ে তদন্তে নামে সিটিটিসির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তদন্ত শেষে হাইকোর্টে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হয়। ওই প্রতিবেদনে এসব কথা বলা হয়।
রাজারবাগ পীর ও তার অনুসারীদের বিষয়ে তদন্ত করে মামলার ধার্য দিন রোববার (৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে ওই দরবারের বিষয়ে পুলিশের বিশেষ শাখা অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিল করার জন্যে বলা হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ঠিক করেন আদালত।