কওমী স্টুডেন্ট ফোরাম সিলেট এম.সি কলেজের উদ্যোগে আয়োজিত ফ্রি ইংলিশ লার্নিং কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস গত ১০ জুলাই সোমবার নগরীর রায়নগরস্থ শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ায় অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি সদরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক, জামেয়া দারুল আরক্বাম ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহবুব সিরাজী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা সৈয়দ সালিম ক্বাসিমী। উদ্বোধনী ক্লাস পরিচালনা করেন মদিনা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র, কোর্স পরিচালক হাফিয আব্দুল কারীম চৌধুরী। টিচার প্যানেলের সম্মানিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র হাফিয রাশেদ আব্দুল্লাহ, শাহজালাল ইউনিভার্সিটির মেধাবী ছাত্র এইচ এম খলিলুর রহমান, এফ. জে. স্পোকেন কোর্সের শিক্ষক ইমরান আহমদ, এম.সি কলেজের মেধাবী ছাত্র হাবীবুর রহমান ও ইমরান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক হাফিয মনসূর বিন সালেহ, নজরুল ইসলাম, তাজ উদ্দিন হানাফী প্রমুখ। ফোরামের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল ওয়াদুদ বাবর, সহ সাধারণ সম্পাদক আলতাফ হুসাইন, প্রচার সম্পাদক হাবিবুর রাহমান, সহ প্রচার সম্পাদক আব্দুল আউয়াল হাসান, অর্থ সম্পাদক ইসমাইল আহমদ, সাহিত্য সম্পাদক তারেক হাসান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, সদস্য আব্দুর রাজ্জাক রাজিক ও মুজাহিদ হাসান।
কোর্সের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নাঈম হুসাইন, সোহেল আহমদ, আব্দুল্লাহ আল মারজান, শাহিদ আহমদ, একরাম, আব্দুল আলীম, ইয়াকুব, হাফিজুর, রেজাউল, মারুফ, সাইফুর, আব্দুল আহাদ, ফখরুল, হা. হাফিজুর, ইমদাদ, আহসান, মহি উদ্দিন, সাইম, মাহবুব, দিলওয়ার, আসআদ, রুহুল, আশরাফ, তামিম, আবিদ, ময়নুল, হাসান, মামুন, আবুল হুসাইন, নূর হুসাইন, তাকরীম, রফিক আহমদ, শফিকুল ইসলাম, জাফর, আদনান, আব্দুল করীম হেলালী, মুফিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহবুব সিরাজী বলেন, যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় কওমী শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে আন্তর্জাতিক ভাষা ইংরেজির গুরুত্ব অপরিসীম। অতএব কওমী ছাত্রদেরকে ইংরেজি শিক্ষার্থে এগিয়ে আসতে হবে। যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করায় কওমী স্টুডেন্ট ফোরাম নেতৃবৃন্দকে তিনি ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি