স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিলেটে যাত্রা শুরু হয়েছে জেলা দাবা লীগ-২১। বৃহস্পতিবার ২৫ নভেম্বর বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগীতা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা দাবা কমিটির সভাপতি জহিরুল কবির চৌধুরী সিরু।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দাবা হচ্ছে বুদ্ধিমত্তার খেলা। শারীরিক বিকাশের জন্য যেমন বিভিন্ন ধরনের পরিশ্রমের খেলা রয়েছে ঠিক তেমনি মানসিক বিকাশের জন্য দাবার কোন বিকল্প নেই। ৪ দিনের এ প্রতিযোগীতা শেষ হবে আগামী ২৮ নভেম্বর। পুলিশ সুপার ফরিদ উদ্দিনের সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার দাবাড়ুা অংশগ্রহণ করবেন।