কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলার ৮ বীরমুক্তিযোদ্ধার (স্থগিত) সম্মানী ভাতা চালু করার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) নির্দেশ দিয়েছে। জানা যায় মহানগর/উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি কর্তৃক অমুক্তিযোদ্ধা হিসাবে ‘‘গ’’ তালিকাভুক্ত কানাইঘাটের ৮ জন বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে এ এফ এম মতিউর রহমান, মোঃ শফিকুর রহমান চৌধুরী, মৃত আহমদ হোসেন, মঈন উদ্দিন, ছয়েফ উদ্দিন চৌধুরী, আব্দুল কুদ্দুছ ও ফয়েজ উদ্দিন আহমেদ এর সম্মানী ভাতা স্থগিত করা হয়। ভাতা স্থগিতের পর এ ৮জন মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে তাদের ভারতীয় গেজেট ও মুক্তিবার্তা সহ সম্মুখ যুদ্ধের দলিল ও কাগজপত্র নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আবেদন করেন। জামুকা এর ৬৯তম সভায় আলোচ্যসূচী নং-৬ এর সিদ্ধান্ত মোতাবেক নিষ্পত্তির মাধ্যমে এ ৮জন বীরমুক্তিযোদ্ধা সঠিক প্রমাণিত হওয়ায় তাদের সম্মানী ভাতা চালু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তের আলোকে এ ৮জন বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা চালু করার জন্য গত ৩০/১১/২০২০ইং তারিখে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব এএইচএম মহসিন রেজা কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এক চিঠির মাধ্যমে নির্দেশনা প্রদান করেন। মন্ত্রনালয়ের সেই নির্দেশের চিঠি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সাথে দেখা করে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা চালু করার জন্য অনুরোধ করেন।