ঐতিহ্যবাহী সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিঃ (রেজি নং-৯৫)-এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল (১৯ নভেম্বর) শুক্রবার। নগরির পূর্ব বন্দরবাজারের পৌরবিপণী মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুম্মার নামাজ ও মধ্যাহ্ন ভোজের জন্য ১ঘন্টা বিরতি থাকবে। এ উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিঃ এর নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত অন্তর্বর্তীকালিন কমিটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তার জন্য ইতোমধ্যে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। অন্তর্বর্তীকালিন কমিটির সভাপতি আকিবুজ্জামান আকরাম, সদস্য সচিব শাহজাহান আহমদ খোকন ও সদস্য সুকেশ সরকার এক যুক্ত বিবৃতিতে সমিতির তালিকাভুক্ত ১৬৮ জন ভোটার সদস্যকে নির্ধারিত সময়ের মধ্যে সংগঠনের পরিচয়পত্র সহকারে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিঃ-এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের জন্য বিগত ১৩ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। গঠনতন্ত্রে নির্দিষ্ট ৯টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদকসহ ৬টি নির্বাহী সদস্য পদের বিপরীতে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সভাপতির ১টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৩ জন। এরা হচ্ছেন মোঃ আব্দুস সালাম (আনারস), মোঃ আব্দুল কুদ্দুস (চেয়ার) ও মোঃ শাহ আলম (ছাতা)। সহ-সভাপতির ১টি পদে ২ জন প্রার্থীর মধ্যে রয়েছেন লিটন আহমেদ গাজী (বই) ও আবুল হাশেম হাসু (টেলিভিশন)। সম্পাদকের ১টি পদের জন্য ৩জন প্রার্থী মনোনয়ন দিয়েছেন। এর হলেন সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ (বাঘ), কামাল মজুমদার (মাছ) ও সাইদুর রহমান (হরিণ)। ৬টি নির্বাহী পদের জন্য লড়াইরত ৮ জনের মধ্যে রয়েছেন মোঃ মনির হোসেন (আম), মামুনুর রশীদ মামুন (তালাচাবি), হারুনুর রশীদ হারুন (হাতি), সেলিম খান (ফুটবল), আবু সালেহ (দোয়াত-কলম), দেলওয়ার হোসেন দিলু (ডাব), মোঃ সোলেমান (টিউবওয়েল) ও আব্দুস বাছিত তালুকদার (বাসগাড়ি)।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যে সাড়ে ৪টা থেকে ভোট গণনা শুরু হবে এবং গণনা শেষে তাৎক্ষণিক ফলাফল ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি