নবান্ন উৎসব বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে বাঙালি অধ্যুষিত জনপদে সার্বজনীন ও অসাম্প্রদায়িক এ উৎসবটি পালিত হয়ে আসছে। আর এই ঐতিহ্যবাহী সংস্কৃতিকে সংরক্ষণের লক্ষ্যে উদযাপিত হয় ঋতুভিত্তিক সাংস্কৃতিক আয়োজন নবান্ন উৎসব ১৪২৮। বৈশি^ক মহামারী কোভিড-১৯ এর সংকট কাটিয়ে উঠার দৃঢ় মনোবল নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে শিল্পকলা একাডেমির মঞ্চে ১ অগ্রহায়ণ উদযাপিত হয় বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য নবান্ন উৎসব। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত এর পরিচালনায় উৎসবের সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন সংগীতশিল্পী শামীম আহমদ, গৌতম চক্রবর্ত্তী ও তন্বী দেব। এছাড়াও দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করেন একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্ট, ছন্দনৃত্যালয় এবং জেলা শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা। উপস্থাপিত সকল পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিজ্ঞপ্তি