উজ্জ্বল সূর্য্য দিয়ে

35

নেছার আহমদ নেছার

আকাশটা আজ বৈরী হলো
ঘনকালো মেঘ-বিজলী চমকায়
ধড়ফড় করছে বুকটা-
নেই শান্তির বসন্ত বাতাস।

অশান্ত হলো আজ আকাশ
সীমান্ত হলো অরক্ষিত-
মনে হয় সীমানা নামের বস্ত্রটাও
খুলে নেবে কেউ,

উলঙ্গ হয়ে যাবে মানচিত্রটা।
এভাবে চলবে কি জীবন?
হঠাৎ এমন হলো কেন?
কেন স্বকীয়তা ভুলতে বসেছি আমরা?

প্রকৃতি পরিবেশ যদিইবা প্রতিকূল হবে
অনুকূলে আসবে না কেন?
সকলেই আজ শপথ করি-
আমাদের আকাশটা সুন্দর হবে-

সত্ত্বার সীমানা সুরক্ষিত রাখবো
লৌহ কঠিন জাতীয়তাবোধের প্রাচীর দিয়ে,
আমাদের আকাশ রাখবো আলোময়-
স্বকীয়তার উজ্জল সূর্য্য দিয়ে ॥