ধোপাগুলে ঘুমন্ত ট্রাক চালকের টাকা চুরি, আটক ১

4

স্টাফ রিপোর্টার :
শহরতলীর ধোপাগুল এলাকা থেকে মোটরসাইকেলসহ এক চোরকে আটক করা হয়েছে। তার নাম জানু মিয়া (৩৩)। সে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের কানিশাইল গ্রামের মৃত চান মিয়ার পুত্র।
পুলিশ জানায়, গতকাল রবিবার ভোর ৪টার দিকে এয়ারপোর্ট থানার ধোপাগুল পয়েন্ট সংলগ্ন মুসলিম শাহ মোকামের পার্শ্বে একটি ট্রাক পাকিং করে রাখেন ঝিনাইদহের কালীগঞ্জের বলিদাপাড়ার শাহিন আহমদ নামের এক ট্রাক চালক। ওই জায়গা থেকে পাথর লোড করছিলেন তিনি।
সকাল সাড়ে ৬টার দিকে ট্রাক চালক ট্রাকের ভেতর ঘুমিয়ে পড়েন। চালক ঘুমিয়ে থাকাবস্থায় গোলাপগঞ্জের জানু মিয়া একটি মোটরসাইকেল চালিয়ে (যার নং সিলেট-ল-১১-০৯০৩) ট্রাকের সন্নিকটে এসে দাঁড়ান। একপর্যায়ে মোটরসাইকেল চালক জানু মিয়া চুপিসারে ট্রাকের বাম পার্শ্বের দরজা খুলে ট্রাকের ড্যাশবোর্ডে রাখা চালকের মানিব্যাগ ও ড্যাশবোর্ডের ভিতরে থাকা ট্রাক ভাড়া বাবদ ২০ হাজার ৭০০ টাকা চুরি করে নিয়ে যাওয়াকালে শব্দ পান ট্রাক চালক শাহিন। গাড়ী হতে থেকে তিনি দৌড়ে জানু মিয়াকে ধরার চেষ্টা করেন। একপর্যায়ে সে তার মোটর সাইকেলযোগে পালানোর চেষ্টাকালে মোটর সাইকেলটি ট্রাক চালক ধরে রাখলে জানু মিয়া মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়। এসময় ট্রাক চালক শোরচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে তিনি তাদের ঘটনার বিষয়ে জানান। পরবর্তীতে জানু মিয়া তার মোটরসাইকেল এর কাগজাদি নিয়ে মোটরসাইকেল নেওয়ার জন্য আসলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থলে এসে জানু মিয়া আটক করে নিয়ে যায় এবং তার মোটরসাইকেলটি জব্দ করে।
এ ব্যাপারে ট্রাক চালক বাদি হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৩, তাং-১১/০৭/২০২১।