সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাম্মী আক্তার বলেছেন, বেগম খালেদা জিয়া এদেশের আপাময় জনসাধারণের প্রিয় নেত্রী। স্বৈরাচারী সরকার জনপ্রিয় এ নেত্রীকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে অসুস্থ করে তুলেছে। বেগম জিয়ার এখন উন্নত চিকিৎসার দরকার। অথচ চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে যেতে দিচ্ছেনা সরকার। এর চেয়ে আর ভয়ংকর অমানষিক আচরণ কি হতে পারে। বেগম জিয়ার কিছু হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার বিকেলে নগরীর উপশহরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা মহিলা দল আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবীর শেপী, সহ সভাপতি তাহমিন শারমিন তামান্না, ১ম যুগ্ম সম্পাদক ফারজানা বক্ত রাহেনা, সাংগঠনিক সম্পাদক ফাহিমা কুমকুম, মহানগর বিএনপি নেতা রফিকুল বারী রুমান, জেলা জাসাসের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহজাহান, মহিলা দলনেত্রী নাজমা বেগম, মিলি বেগম, সালমা বেগম, জাহানারা রুমি, আমেনা খানম, মনিরা বারী মৌ, শরিফা বেগম, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ আহমদ অনিক প্রমুখ। বিজ্ঞপ্তি