স্টাফ রিপোর্টার :
সারাদেশে এক যোগে শুরু হওয়া এসএসসি পরীক্ষার ১ম দিনে সিলেট বোর্ডে ১৯ হাজার ৮৭৩ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৯ হাজার ৭২৫ জন। ১ম দিনে অনুপস্থিত ছিলেন ১৪৮ জন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১ম দিন অতিবাহিত হয়েছে পরীক্ষা। এই সময়ে কোন শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করায় বিশ^নাথে উপজেলা প্রশাসনের অভিযানে ৪ জন মাদ্রাসা শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টায় সারাদেশের ন্যায় সিলেট বিভাগের ১৪৬ টি কেন্দ্রে এক যোগে এসএসসি পরীক্ষা শুরু হয়। করোনা মহামারী জনিত কারণে এবছর সংক্ষিপ্ত সিলেবাসে ৩ ঘন্টার পরিবর্তে দেড় ঘন্টা পরীক্ষা নেয়া হয়। ১ম দিনে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেয়া হয়। সকল পরীক্ষা কেন্দ্রকে ঘিরে নেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা চলাকালে সিলেট শিক্ষা বোর্ডের নিজস্ব টিম ছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের টিম দায়িত্ব পালন করেন। এছাড়া নগরী এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা প্রদান করে নিরাপত্তা নিশ্চিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯১৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ১ লাখ ২১ হাজার ১৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৯৪০ জন ও ছাত্রী ৬৭ হাজার ১৯১ জন। গত বছর অনুষ্ঠিত পরীক্ষায় ছাত্র ছিল ৪৯ হাজার ৯৫৩ জন ও ছাত্রী ৬৬ হাজার ৪১৭ জন। গত বছরের চেয়ে এবার ৩ হাজার ৯৮৭ জন ছাত্র ও ৭৭৪ জন ছাত্রী বেড়েছে। গতবারের চেয়ে এবার বিজ্ঞান বিভাগে ১ জন ও মানবিক বিভাগে ৫ হাজার ৪২১ জন পরীক্ষার্থী বেড়েছে। তবে, ব্যবসায় শিক্ষা বিভাগে কমেছে ৬৫৯ জন পরীক্ষার্থী।
রবিবার প্রথমদিন শুধু সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ১৫ নভেম্বর সোমবার সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং বিকেলে হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৬ নভেম্বর মঙ্গলবার সকালে রসায়ন (তত্ত্বীয়) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর সকালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। ২১ নভেম্বর সকাল ও বিকেলে যথাক্রমে ভুগোল ও পরিবেশ এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর সকালে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান (ঐচ্ছিক) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর শেষদিনে সকালে পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে ব্যবসায় উদ্যোগ বিষয়ে পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের এসএসসি পরীক্ষা।
বিশ^নাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, সরকারি নির্দেশনা না মেনে বিশ্বনাথ মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার কালে তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরে তাদেরকে স্থায়ীভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে অবশিষ্ট পরীক্ষাগুলোতে তাদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন- কামালবাজার আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক শাহ আলম, হযরত শাহ চান্দ শাহ কালু আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক হোসেন রজবী মুন্সী, আল ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মিসবাহুল ইসলাম, বিশ্বনাথ কামিল মাদ্রাসার সহকারী গ্রন্থাগার রুহুল কুদ্দুস।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর পরিবেশে প্রথমদিন সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকলের সহযোগিতায় বাকী পরীক্ষাও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।