আ’লীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় মাহবুবুল আলম হানিফ ॥ আগামী অক্টোবরের জাতীয় সম্মেলনের আগে তৃৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা হবে

61
আওয়ামীলীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ছবি- রেজা রুবেল

স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আগামী অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে সারাদেশে দলকে সুসংগঠিত করার কাজ শুরু হয়েছে। জাতীয় সম্মেলনের পূর্বে সারাদেশে ওয়ার্ড, ইউনিয়ন কমিটি পুনর্গঠন করা হবে। তৃণমুল থেকে জেলা-উপজেলার সম্মেলনের মাধ্যমে দলকে সংগঠিত করে জাতীয় সম্মেলন আয়োজন করা হবে।
গতকাল রবিবার সকালে নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
মাহবুবুল আলম হানিফ বলেন, বাংলাদেশের মানুষ তৃৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখেছেন। তাই আওয়ামী লীগ জনগণের সেই আস্থার প্রতিদান দেবে। তিনি বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের শক্তিকে ধ্বংস করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ দেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করেছে। তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাকিস্তানের প্রেতাত্মা ভর করেছে। তাই তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করেন। এজন্য তারা অসংখ্য মুক্তিযোদ্ধাকে হত্যা করে রাজাকারদের পুনর্বাসনে কাজ করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। অথচ একটি মহল বার বার আওয়ামী লীগের সেই অবদানকে অস্বীকার করার চেষ্টা করেছে। কিন্তু দেশের মানুষ তা হতে দেয়নি। এবার সেই সুযোগ আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আওয়ামী লীগকে শক্তিশালী ও অপ্রতিদ্বন্দ্বী করতে কাজ শুরু করেছেন।
অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, গাজী শাহনেওয়াজ মিলাদ এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমনসহ সিলেট জেলা-মহানগর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃৃন্দ এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোর সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভার প্রথম পর্ব শেষে জেলা-মহানগর নেতৃবৃন্দ ও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোর সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে রুদ্ধদার বৈঠক করেছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এসময় সিলেট বিভাগের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক অবস্থার খোঁজখবর নেন।
সুত্র জানায়- দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাছে সিলেট জেলা ও মহানগর শাখার সাংগঠনিক রিপোর্ট পেশ করেন শফিকুর রহমান চৌধুরী ও আসাদ উদ্দিন আহমদ। এছাড়া বাকি ইউনিটগুলোরও নেতৃবৃন্দও তাদের অবস্থান জানান মাহবুবুল আলম হানিফকে।