ভুলে যাই আমি আমাকে

11

তুহীন বিশ্বাস :

ভুলে যাই আমি আমাকে নিত্যদিন স্বেচ্ছায় অনিচ্ছায়-
ভুলে যাই প্রতিমুহূর্তে চোখে দেখা অনিষ্টগুলো,
ভুলে যাই মায়ের কোলে ক্ষুধার্ত শিশুর কান্নার শব্দ,
ভুলে যাই নরপিশাচের নখের আঁচড়ে রক্তাক্ত কিশোরীর নৃশংস গল্প,
ভুলে যাই বায়ান্ন আর একাত্তরের শহীদের রক্তঝরা দিনগুলির কথাও।

ভুলে গেছি কাঁটাতারে ঝুলন্ত সেই ফেলানীর মর্মান্তিক মৃত্যু রহস্য-
ভুলে গেছি সন্তানের সামনে ধর্ষিতার আর্তচিৎকারে কম্পিত তরঙ্গের বিভৎসতা,
ভুলে গেছি এম সি কলেজে ঘুরতে যাওয়া বঁধুর হৃদয়ের ক্রন্দন,
ভুল গেছি সাবরিনা পাপিয়ার কৃতকর্মের জারিজুরির কাব্য,
ভুলে গেছি লাস্যময়ীর ঠোঁটের বিষাক্ত লালায় ক্ষত-বিক্ষত পুরুষের কথা।

ভুলে যাই বলেই হয়তো নিঃশব্দে বেঁচে আছি-
ভুলে যাই বলেই নতুন ইতিহাস রচিত হয় না আর,
তবে ভুলে যাই না মৃত্যু দাঁড়িয়ে আছে প্রতি নিঃশ্বাসে,
ভুলে যাই না আল্লাহর প্রতি নিজের অগাধ বিশ্বাসে।