মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের মিছিল ও আলোচনা সভা ॥ রুশ বিপ্লবের চেতনায় সাম্রাজ্যবাদ-সামন্তবাদ বিরোধী সংগ্রাম গড়ে তুলতে হবে

15

মহান রুশ বিপ্লবের ১০৪-তম বার্ষিকীতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা রুশ বিপ্লব দুনিয়ার শ্রমিকশ্রেণি, নিপীড়িত জাতি ও জনগণের সামনে মুক্তির আলোকবর্তিকা হিসেবে প্রথ প্রদর্শন করে। মহান রুশ বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশে দেশে সমাজতন্ত্র-সাম্যবাদ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহবান জানান বক্তারা। ১০ নভেম্বর সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন। সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ডা. অবনী শর্ম্মা। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ সোহেল আহমদ, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন প্রমুখ। আলোচনা সভা পূর্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনাস্থ কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। বিজ্ঞপ্তি