স্টাফ রিপোর্টার :
সিলেটে ৪৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাত পোহাইলেই ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নেয়ায় এবার উৎসবের আবহ কম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর বৃহস্পতিবার সিলেট বিভাগের ৪ জেলার ৪৫ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট প্রার্থী ২ হাজার ৩শ।
এরমাঝে ১৯৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সিলেট জেলায় ৬৮ জন, হবিগঞ্জে ১৬ জন, সুনামগঞ্জে ৯৩ জন ও মৌলভীবাজরে ২১ জন।
বিভাগের ৪ জেলায় সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৬২০ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫২০ জন, হবিগঞ্জে ৭২৪ জন, সুনামগঞ্জে ১৭৪ জন এবং মৌলভীবাজারে ২০২ জন।
৪ জেলায় সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন মোট ৪৮২ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫৭ জন, হবিগঞ্জে ৬০ জন, সুনামগঞ্জে ২১৩ জন এবং মৌলভীবাজারে ৫২ জন।
এদিকে, গত রোববার সরেজমিনে দেখা গেছে, প্রার্থীদের প্রচারণার মাইকিংয়ে মুখর বালাগঞ্জের বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ এলাকা। কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। কেউ কুশল বিনিময় করছেন। কেউ দিচ্ছেন প্রতিশ্রুতি।
এদিকে, গতকাল মধ্যরাত থেকেই শেষ হয় প্রচার প্রচারণা। রাত থেকেই কেন্দ্রগুলো নিরাপত্তায় নিয়োজিত থাকবেন আইনশৃঙ্খলা বাহিনী। কাজ করবে ভ্রাম্যমান আদালতও।
যেসব ইউপিতে নির্বাচন হচ্ছে সেগুলো হলো : সিলেট বিভাগের সিলেট জেলার দক্ষিণ সুরমা ও সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, মোগলগাঁও, কান্দিগাঁও ইউপি ও কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই, দক্ষিণ রনিখাই ইউপি ও বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানাবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ, পূর্ব গৌরিপুর ইউপি।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক, কালারুকা, ছৈলা আফজালাবাদ, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দােলারবাজার, গােবিন্দগঞ্জ সৈদেরগাঁও, খুরমা উত্তর, ইসলামপুর, জাউয়াবাজার ইউপি ও দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার, বাংলাবাজার, লক্ষীপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, বােগলাবাজার, নরসিংপুর, মান্নারগাঁও ইউপি।
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর, পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, গোয়ালবাড়ি, সাগরনাল।
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ, বদলপুর, জলসুখা, কাকাইলছেও এবং শিবপাশা ইউনয়ন পরিষদ।