স্টাফ রিপোর্টার :
১১ নভেম্বর বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নির্দেশনা দিয়েছে মহানগর পুলিশ। পুলিশের দেয়া এই নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে নেয়া হবে কঠোর আইনী ব্যবস্থা।
সিলেট সদর দক্ষিণ সুরমা ও উপজেলার আওতাধীন জালালাবাদ, হাটখোলা, মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের কাল বৃহস্পতিবার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটকেন্দ্রের পাশাপাশি আশপাশ এলাকায় কঠোর নজরদারি থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর।
এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ১০ নভেম্বর মধ্যরাত ১২টা থেকে ১১ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবী ট্যাক্সি/ সিএনজি অটোরিক্সা, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিনবোট ও স্পীটবোটসমূহের চলাচল বন্ধ থাকবে। এছাড়া ১০ নভেম্বর মধ্যরাত থেকে ১২ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলও বন্ধ থাকবে বলে পুলিশ জানায়। এছাড়া ১৪ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী নির্বাচনে প্রার্থী, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। তবে জরুরী কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টীকার ব্যবহার করতে হবে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, মহানগর পুলিশের আওতাধীন সিলেটের যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেসব ইউনিয়নের আওতাধীন এলাকাগুলো যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।