যুগ যুগ ধরে সিলেট শহরের রাস্তা বিশেষ করে মহল্লার রাস্তা অত্যন্ত সংকীর্ণ। তাতে দু’টি গাড়ি পারাপার দুরুহ হয়ে উঠে। এমনকি রোগী বহনকারীদের এ্যাম্বুলেন্স যাতায়াতে আরো সমস্যার সম্মুখীন হতে হয়। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সরু রাস্তা প্রশস্তকরণের কাজে জনপ্রতিনিধি, রাজনীতিক নেতৃবৃন্দ এমনকি স্থানীয় লোকজন যেভাবে সহযোগিতা প্রদান করছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ।
সোমবার সকালে সিলেট সিটি কর্পোরেশনের ১১ ও ১২ নং ওয়ার্ডের কুয়ারপার এলাকার রাস্তা প্রশস্তকরণ কাজ ও শোভাবর্ধন বিষয়ক এক মতবিনিময় সভায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী একথা বলেন। তিনি আরও বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই মান্ধাতা আমলের সিলেট শহরের একটি আমূল পরিবর্তন আনতে। মেয়র বলেন, রাস্তা প্রশস্তকরণ করতে গেলে অনেকের স্থাপনা ভেঙ্গে পড়বে। তা সিটি কর্পোরেশন সাথে সাথে পুনঃস্থাপন করে দিতে বাধ্য। মেয়র আরিফুল হক চৌধুরী এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, জনগণের স্বার্থে এমনকি নিজের স্বার্থ মাথায় রেখে রাস্তা প্রশস্তকরণের কাজে সহযোগিতা করা সকলের মৌলিক দায়িত্ব।
দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তালেব মুরাদ কুয়ারপারবাসীর পক্ষে মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে দাবি পেশ করে বলেন, ১৯৯৮ সালে একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য এই কুয়ারপাড় মহল্লাকে দু’টি ওয়ার্ড অর্থাৎ ১১ ও ১২ নং ওয়ার্ডে বিভক্ত করেছে। এই দু’টি ওয়ার্ডকে ১টি ওয়ার্ডে পরিণত করার জন্য সিটি মেয়রের সহযোগিতা কামনা করেন। আবু তালেব মুরাদ বলেন, এলাকার রাস্তার সংস্কার কাজে প্রতিবার পূর্বের গালা ফেলে না দিয়ে তার উপর আবার নতুনভাবে গালা দেয়ার কারণে রাস্তা উঁচু এবং বসতবাড়ি নিচু হওয়াতে অল্প বৃষ্টিতে বাসাবাড়িতে পানি ঢুকে যায়। সিটি মেয়র আগামীতে তা না হওয়ার আশ^াস প্রদান করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, সিলেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, এলাকার ব্যবসায়ী মোঃ আব্দুল খালিক মোর্শেদ মুন্না, ব্যবসায়ী মোঃ শাকিল মুর্শেদ, ব্যবসায়ী ওয়েছ আহমদ, ব্যবসায়ী রেজাউল করিম রাজু, মিডিয়া ব্যক্তিত্ব দেওয়ান আরাফাত চৌধুরী জাকি এবং জকন আহমদ প্রমুখ।
এখানে উল্লেখ্য, বুধবার সকালে রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হবে এবং গত ৫ অক্টোবর সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কুয়ারপার এলাকার রাস্তা প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি