কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের হস্তক্ষেপে এক অসম প্রেমিক জুটির বাল্য বিয়ে প্রতিরোধ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টায় প্রেমিক জুটি সহ তাদের উভয়ের অভিভাবকদের ডেকে এনে বিয়ে প্রতিরোধ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্য বিয়ের কুফল তাদের সামনে তুলে ধরেন। এতে প্রেমিক জুটি সহ তাদের পরিবার বিষয়টি বুঝতে পেরে মুচলেকা দেয়। যাতে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তারা বিয়ের পিড়িতে বসতে না পারে। জানা যায়, উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি’র নেহালপুর গ্রামের আব্দুল লতিফের ২০ বছরের মেয়ের সাথে পৌরসভার রায়গড় গ্রামের জালাল উদ্দিনের ১৬ বছরের ছেলের অসম প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের সূত্রধরে গত বুধবার রাতে অসম প্রেমিক তার প্রেমিকার বাড়িতে যায়। একপর্যায়ে তারা বিয়ের উদ্দেশ্যে বাড়ী ছাড়লে গ্রামের লোকজন তাদের আটক করে। পরদিন বৃহস্পতিবার বিকালে প্রেমিক জুটিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকার কাছে নিয়ে গেলে তিনি প্রেমিক ছেলেটি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিষয়টি নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। একপর্যায় নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খাঁন প্রেমিক জুটি সহ উভয়ের পরিবারকে ডাকলে তারা গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার কার্যালয়ে হাজির হন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খাঁন জানান, অসম এই প্রেমিক জুটির ছেলের বয়স ১৬ বছর হওয়াতে বাল্য বিবাহের আওতায় পড়ে। তাই প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত যাতে বিয়ে দেওয়া হবে না মর্মে মুছলেখার মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়।