সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট পথচারীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে নগরির প্রবেশদ্বার বলে পরিচিত কীনব্রিজের দক্ষিণ প্রান্তে গড়ে উঠা এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ স্ট্যান্ডসমূহ অবিলম্বে উচ্ছেদের দাবি জানিয়েছে। গতকাল বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র উপ-কমিশনার (ট্রাফিক) ফয়ছল মাহমুদ-এর কাছে হস্তান্তরিত এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণ করে এসএমপি’র উপ-কমিশনার (ট্রাফিক) ফয়ছল মাহমুদ কীনব্রিজের দক্ষিণ প্রান্তের যানজট নিরসনসহ সার্বিক পরিস্থিতির উন্নয়নে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ লায়েক মিয়া, প্রচার সম্পাদক দিলওয়ার হোসেন রানা, শিল্প সম্পাদক নুরুল ইসলাম সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি