নবীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন ॥ চেয়ারম্যান পদে ৬৩ জনসহ ৭২৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

6

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ১৩টি চেয়ারম্যন পদের বিপরীতে ৬৩ জন, ২১টি সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরীতে ১৭৮ জন ও ৬৩টি সাধারণ সদস্য পদের বিপরীতে ৪৮৪ জনসহ মোট ৭২৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল ৫ টা পর্যন্ত পৃথক চার জন রিটার্নিং অফিসারের নিকট তারা এই মনোনয়ন পত্র দাখিল করেন। চেয়ারম্যন পদে মনোনয়ন পত্র দাখিলকারী ৬৩ জন প্রার্থীর মধ্যে ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে ৩ জন, ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে ৫জন, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে ৫জন, ৪নং দীঘলবাক ইউনিয়নে ৭জন, ৫নং আউশকান্দি ইউনিয়নে ৪ জন, ৬নং কুর্শি ইউনিয়নে ৭ জন, ৭নং করগাঁও ইউনিয়নে ৭ জন, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে ৭ জন, ৯নং বাউসা ইউনিয়নে ৩ জন, ১০নং দেবপাড়া ইউনিয়নে ৫ জন, ১১নং গজনাইপুর ইউনিয়নে ৫ জন, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ৫ জন ও ১৩নং পানিউন্দা ইউনিয়নে ২ জন। ১৩টি ইউনিয়নে ৪ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করবেন। তারা হলেন, উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাশ পার্লি, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মৎস্য অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার। উপজেলায় ১ ও ৪ নং ইউপি ব্যতিত সব ক’টি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া জাপা ৫ ও ১টি ইউপিতে ইসলামীশাসনতন্ত্র আন্দোলনের মনোনিত প্রার্থী রয়েছেন। উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ইউপি আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান সমর চন্দ্র দাশ (নৌকা), বর্তমান চেয়ারম্যান সত্যজিৎ দাশ (স্বতন্ত্র) ও রঙ্গলাল রায় (স্বতন্ত্র)। ওই ইউপিতে ৯টি সাধারণ সদস্য পদের বিপরীতে ৩৫ ও ৩টি সংরক্ষিত আসনের বিপরীতে ১৪ জন। ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউপিতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ছুবা (নৌকা), বর্তমান চেয়ারম্যান ইউপি বিএনপির সভাপতি আশিক মিয়া (স্বতন্ত্র), আওয়ামীলীগের বিদ্রোহী সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদার (স্বতন্ত্র), আওয়ামীলীগের বিদ্রোহী বর্তমান প্যানেল চেয়ারম্যান-১ খালেদ মোশারফ ও ফারুক আহমদ (স্বতন্ত্র)। ওই ইউনিয়নে সাধারন সদস্য পদে ৩৯ এবং সংরক্ষিত আসনে ১২ জন। ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে লন্ডন প্রবাসী যুবলীগ নেতা আছাবুর রহমান (নৌকা), জাপা নেতা শাহীন আহমদ (লাঙ্গল), আওয়ামীলীগ নেতা লন্ডন প্রবাসী মোঃ ছায়েদ উদ্দিন (বিদ্রোহী), যুবলীগ নেতা নোমান আহমদ (বিদ্রোহী) ও লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ মস্তফা কামাল। ওই ইউপিতে সাধারন সদস্য ৩৭ ও সংরক্ষিত আসনে ১৩ জন। বর্তমান চেয়ারম্যান বজলুর রশীদ নির্বাচনে অংশ নেন নি। ৪নং দীঘলবাক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবু সাঈদ (নৌকা), জাপা নেতা মোঃ আব্দুল হান্নন চৌধুরী (লাঙ্গল), বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ছালিক মিয়া (স্বতন্ত্র), ইউপি বিএনপি সভাপতি আব্দুল বারিক রনি (স্বতন্ত্র), মোঃ নফল উদ্দিন (স্বতন্ত্র), লন্ডন প্রবাসী আব্দুল গাফ্ফার (স্বতন্ত্র), জাপা নেতা এলাওর মিয়া (বিদ্রোহী)। এখানে সাধারন সদস্য পদে ৩৫ ও সংরক্ষিত আসনে ১৩ জন। ৫নং আউশকান্দি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ইউপি আওয়ামীলীগের সভাপতি দিলাওর হোসেন (নৌকা), যুবলীগ নেতা আব্দুল হামিদ নিক্সন (বিদ্রোহী), মোফাজ্জুল হক (স্বতন্ত্র), এজহারুল হক চৌধুরী (স্বতন্ত্র)। সাধারণ সদস্য পদে ৪৫ ও সংরক্ষিত ১৪ জন। ৬নং কুর্শি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা লন্ডন প্রবাসী আলী আহমদ মুছা (নৌকা), সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা লন্ডন প্রবাসী সৈয়দ খালেদুর রহমান (স্বতন্ত্র), লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা আব্দুল মুকিত (বিদ্রোহী), লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা আবু তালিম (বিদ্রোহী), লন্ডন প্রবাসী বিএনপি নেতা শামছুল হুদা চৌধুরী বাচ্চু (স্বতন্ত্র), লন্ডন প্রবাসী শেখ মোঃ আব্দুল গফুর (স্বতন্ত্র), যুবলীগ নেতা জামাল আহমদ (বিদ্রোহী)। ওই ইউপিতে সাধারণ সদস্য পদে ৪৩ ও সংরক্ষিত সদস্য ১৩ জন। ৭নং করগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউপি আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান (নৌকা), বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা ছাইম উদ্দিন (স্বতন্ত্র), সাইফুল ইসলাম (জাপা), বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা (স্বতন্ত্র) ও প্রাক্তন মেম্বার শেখ মোঃ ইছাক মিয়া (স্বতন্ত্র)। ওই ইউনিয়নে মেম্বার পদে ৪১ ও মহিলা মেম্বার ১৭ জন। ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে যুবলীগ নেতা হাবিবুর রহমান (নৌকা), বর্তমান চেয়ারম্যান সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী সাজু আহমদ চৌধুরী (স্বতন্ত্র), মুফতি মিয়া (জাপা), ছাত্রদল নেতা জাকির আহমদ চৌধুরী (স্বতন্ত্র), আতাউর রহমান চৌধুরী (স্বতন্ত্র), খাজা সফি ওসমান খাকি চৌধুরী (খেলাফত আন্দোলন), হাফেজ কাজী রোহমাউর রশীদ চৌধুরী (স্বতন্ত্র)। মেম্বার পদে ৩৬ ও মহিলা মেম্বার ১৯ জন। ৯নং বাউসা ইউপিতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দীক (নৌকা), সাবেক ছাত্রলীগ নেতা লন্ডন প্রবাসী জুনেদ হোসেন চৌধুরী (বিদ্রোহী) ও বিএনপি নেতা সাদিকুর রহমান শিশু (স্বতন্ত্র)। মেম্বার পদে ২৯ জন ও মহিলা মেম্বার পদে ১১ জন। ১০নং দেবপাড়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল মুহিত চৌধুরী (নৌকা), যুবলীগ নেতা শামীম আহমদ (বিদ্রোহী), মোঃ ফখরুল ইসলাম (স্বতন্ত্র), মরহুম প্রাক্তন চেয়ারম্যান জাবিদ আলীর পুত্র শাহ রিয়াজ নাদির সুমন (স্বতন্ত্র), কুহিনুর মিয়া (স্বতন্ত্র)। মেম্বার পদে ৩৮ জন ও মহিলা মেম্বার ৯ জন। ১১নং গজনাইপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইমদাদুর রহমান মুকুল (স্বতন্ত্র), আওয়ামীলীগ নেতা সাবের আহমদ চৌধুরী (নৌকা), বিএনপি নেতা শফিউল আলম (স্বতন্ত্র), বিএনপি নেতা আবুল খায়ের কায়েদ (স্বতন্ত্র) ও আওয়ামীলীগ নেতা হাফেজ আইয়ুব আলী (বিদ্রোহী)। মেম্বার পদে ৩৪ জন, মহিলা মেম্বার ১২ জন। ১২নং কালিয়ারভাঙ্গা ইউপিতে আওয়ামীলীগ নেতা ফরহাদ আহমদ (নৌকা), বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম (স্বতন্ত্র), আওয়ামী বিদ্রোহী এমদাদুল হক চৌধুরী (স্বতন্ত্র), জাপা নেতা হাফিজুর রহমান চৌধুরী (লাঙ্গল) ও বিএনপি নেতা হাজী আজিজ আহমদ (স্বতন্ত্র)। মেম্বার পদে ৩৩ জন, মহিলা মেম্বার ১৮ জন। ১৩নং পানিউন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ইজাজুর রহমান (নৌকা) ও যুবলীগ নেতা (বিদ্রোহী) প্রার্থী মহিবুর রহমান মামুন (স্বতন্ত্র)। এখানে মেম্বার পদে ২৫ জন এবং মহিলা মেম্বার পদে ১২ জন প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।