কানাইঘাটে যুবকের পা বিচ্ছিন্ন মামলার আসামী আলী গ্রেফতার

17
কানাইঘাট থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত পা কাটা মামলার আসামী আলী হোসেন।

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটের কয়ছর আহমদ নামে এক যুবকের পা কেটে বিচ্ছিন্ন মামলার আসামী আলী হোসেন (২৫) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএমের দিক নির্দেশনায় উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। ধৃত আসামী বাড়ী হচ্ছে একই ইউপি’র দনা বাঙ্গালীপাড়া গ্রামের সে মৃত ময়না মিয়ার ছেলে।
জানা যায় গত ২৩ মে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির স্থানীয় সুরমা বাজার থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় দনা গ্রামের আজির উদ্দিনের ছেলে কয়ছর আহমদকে পূর্ব শত্র“তার জের ধরে রাস্তায় পথ রোধ করে গ্রেফতারকৃত আসামী আলী হোসেনের আত্মীয়-স্বজনরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। হামলাকারীরা কয়ছর আহমদের বাম পায়ে উপর্যপুরি আঘাত করে পা বিচ্ছিন্ন করে ফেলে। বর্তমানে পঙ্গু অবস্থায় কয়ছর আহমদ জীবন-যাপন করছে। এ ঘটনার পর থেকে মামলার আসামী আলী হোসেন ভারতে পালিয়ে যায়। গত মঙ্গলবার ভারত থেকে নিজ এলাকায় আলী হোসেন ফিরে এসেছে এমন সংবাদের ভিত্তিতে দ্রুত পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।