স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে। তার ঘোষণাকৃত দলে ফিরেছেন বার্সেলোনায় খেলা ফিলিপে কুতিনহো। অন্যদিকে দলে জায়গা হয়নি দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের।
চোখে কারণে ইনজুরিতে থাকায় বিশ্বকাপ বাছাইয়ের আগের দুই ম্যাচ থেকে বাদ পড়েছিলেন কুতিনহো। এরপর চোট কাটিয়ে উঠার পর যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। সেখানে নিজেকে মেতে ধরতে বারবার ব্যর্থ হয়েছেন এই ফুটবল তারকা। এরপরও তার ওপর ভরসা রেখেছেন ব্রাজিলিয়ান কোচ।
কুতিনহো ছাড়াও দলে ফিরেছেন তারকা স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। তার ফেরাটা অবশ্য অবশ্যম্ভাবীই ছিল। সপ্তাহ দুয়েক আগেই করেছেন হ্যাটট্রিক, আছেনও দারুণ ছন্দে। তবে অফ ফর্মে থাকা কুতিনহোর দলে ফেরা, সেই দলেই ভিনিসিয়াসের না থাকাটা কিছুটা বিস্ময়েরই জন্ম দিয়েছে।
এদিকে ব্রাজিলীয় লিগে খেলা একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন গ্রেমিওর গোলরক্ষক গাব্রিয়েল শাপেকো। প্রথমবারের মতো সেলেসাও দলে ডাক পেলেন তিনি। তার দলে আসায় বাদ পড়ে গেছেন ওয়েভারটন।
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত সবার উপরেই রয়েছেন ব্রাজিল। ১১ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৩১ পয়েন্ট। পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছেন লিওনেল মেসির আর্জেন্টিনা। সমান সংখ্যক ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। আর ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে ইকুয়েডর।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), গাব্রিয়েল শাপেকো (গ্রেমিও), এদেরসন (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্ডার: দানিলো (ইউভেন্তুস), আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), এমেরসন রয়াল (টটেনহ্যাম হটস্পার), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি), চিয়াগো সিলভা (চেলসি), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ)
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), জেরসন (মার্সেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ফিলিপে কৌতিনিয়ো (বার্সেলোনা)
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তোনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), মাথেউস কুইয়া (হের্টা বার্লিন), রবের্তো ফিরমিনো (লিভারপুল)।