সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালু অব্যাহত রাখার দাবিতে ও জগন্নাথপুর-রশিদপুর সড়ক সড়ক ও জনপথ বিভাগের অন্তর্ভুক্ত করার দাবিতে গতকাল ২০ জুন বৃহস্পতিবার বিকালে সিলেট চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেট এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা সুনামগঞ্জবাসীর দীর্ঘ দিনের দাবী বিআরটিসি বাস চালু হওয়ায় বর্তমান সরকারকে অভিনন্দন জানানো হয়।
জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেট এর সভাপতি অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খসরুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি, জগন্নাথপুর উপজেলা সমিতির সাবেক সভাপতি, ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, সিলেট বিভাগ যাত্রী কল্যাণ পরিষদের সমন্বয়ক সিনিয়র এডভোকেট রাজ উদ্দিন আহমদ, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সমিতির উপদেষ্টা, গণতন্ত্রী পার্টির সিলেট জেলা সভাপতি মোঃ আরিফ মিয়া, সমিতির উপদেষ্টা এডভোকেট নাজিম উদ্দিন, জাসদ নেতা আলাউদ্দিন আহমেদ মুক্তা, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, অধ্যাপক সাব্বির আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মাসুক ইবনে আজিজ, অধ্যাপক দেলোয়ার হোসেন বাবর, ছাতক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আলাউদ্দিন, হাওর উন্নয়ন পরিষদের সভাপতি কাশমির রেজা, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দাস মিঠু, শিক্ষক সমিতির সভাপতি জ্যোতিষ মজুমদার, আওয়ামীলীগ নেতা শাহজাহান সিরাজ।
উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেটের দাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী হাজী ইলিয়াস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শাখাওয়াত হোসেন আজাদ, ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল আহমেদ, জামালগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা ডাঃ মোঃ শাহজামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা সৈয়দ শফিকুল ইসলাম, সৈয়দ শফিকুল ইসলাম, সমিতির সদস্য আব্দুল জব্বার শাহী, দেলোয়ার হোসেন, মঞ্জুর আলম, বিএনপি নেতা গোলাপ মিয়া, তোফায়েল আহমদ, ছাত্রদল নেতা সৈয়দ মুহাদ্দিস আহমদ, হাফিজুর রহমান রুহেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস পরিচালনা করায় সরকারকে ধন্যবাদ জানান। আগামী ২৪ জুন আহূত পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের জন্য জোর দাবী জানান। বিজ্ঞপ্তি