স্টাফ রিপোর্টার :
নগরীর মদিনা মাকের্টে সিএনজি-অটোরিক্সা ও মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১১টায় তেমুখী এলাকায় সুবিদবাজার মাইক্রোবাস স্ট্যান্ডের সদস্য (প্রাইভেট কার চালক) আব্দুস সাত্তার ও টুকেরবাজার সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের সদস্য আলমঙ্গীর (অটোরিক্সা চালক) এর মধ্যে কথাকাটাকাটি হয়। আব্দুস সাত্তার সুবিদবাজার মাইক্রোবাস স্ট্যান্ডে এসে বিষয়টি ওই স্ট্যান্ডের সহ-সভাপতি কদরিছ আলীকে অবগত করেন। এ সময় কদরিছ আলীর নেতৃত্বে এক দল শ্রমিক মদিনা মার্কেট সিএনজি-অটোরিক্সা স্ট্যান্ডে যান। সেখানে গিয়ে তারা মদিনা মাকের্ট সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের সভাপতি আব্দুল কাদিরকে বিষয়টি অবগত করেন। এ সময় কাদির তাদেরকে বলেন, আলমঙ্গীর মদিনা মাকের্ট স্ট্যান্ডের সদস্য নয়। সে টুকেরবাজার স্ট্যান্ডের সদস্য। এ কথা বলার পর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মদিনা মাকের্ট এলাকায় সিএনজি-অটোরিকশা শ্রমিকরা ও সুবিদ বাজার এলাকায় মাইক্রোবাস স্ট্যান্ডে শ্রমিকরা অবস্থান করছিল।
এ ব্যাপারে জালালাবাদ থানার এসআই জাকির হোসেন জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।