সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ। ২৪ অক্টোবর, রবিবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে বেলা ১২টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। সম্প্রতি দেশব্যাপি বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের উপর সাম্প্রদায়িক হামলার ঘটনা। এই ঘটনার প্রতিবাদে মানবন্ধন করলো সিকৃবির মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী এই শিক্ষক সংগঠন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সে প্রতিবাদ সভায় বক্তব্য রেখেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। ভাইস চ্যান্সেলর বলেন, আমাদের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি কোন উগ্রবাদী শক্তি নষ্ট করতে পারবে না। আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি। এই পরিচয়েই দেশ স্বাধীন হয়েছে। ভাইস চ্যান্সেলর ড. মতিয়ার সরকারের কাছে সাম্প্রদায়িক দাঙ্গাকারী ও সেসবের ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার অনুরোধ জানান। মানববন্ধন শেষে সমাপনী বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান। মানববন্ধনে বিভিন্ন অনুষদের শিক্ষক ছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নানান বলয়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। বিজ্ঞপ্তি