সিলেট সিভিল সার্জনের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন

8
সিলেট সিভিল সার্জনের উদ্যোগে দিনব্যাপী সেমিনার “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২১ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য নিয়ে “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২১ উদযাপন উপলক্ষে সিলেট সিভিল সার্জনের উদ্যোগে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে ও সিলেট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. স্বপনীল সৌরভ রায়ের উপস্থাপনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আর কে এস রয়েল, সহকারি পরিচালক স্বাস্থ্য (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নুরে আলম শামীম, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।
সহায়তাকারী হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিস সিলেটের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক। বিজ্ঞপ্তি