ধর্মীয় নেতাদের পুষ্টি বিষয়ক সতেজিকরণ প্রশিক্ষণ

19
ধর্মীয় নেতাদের পুষ্টি বিষয়ক সতেজিকরণ প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

গত ১৮ অক্টোম্বর সোমবার সকাল ১০টায় সিলেট জেলার সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের হল রুমে ধর্মীয় নেতাদের পুষ্টি বিষয়ক সতেজিকরন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সতেজিকরন প্রশিক্ষণ এর সভাপতিত্ব করেন জনাব আব্দুল খালেক সচিব খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি জনাব এডভোকেট আফছর আহমদ, চেয়ারম্যান খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ, তিনি বলেন আমাদের ধর্মীয় নেতা পারেন সমাজের সকল শ্রেণীর কাছে সঠিক পুষ্টির বার্তা পৌঁছে দিতে। ইসলাম ধর্মে সকল সমাধান দেওয়া আছে। কিভাবে শিশু মায়ের দুধ পান করবে ও শিশুর কি কি অধিকার আছে। এই অধিকার ইসলাম নিশ্চিত করেছে। আল কোরআনের সূরা বাকারার ২৩৩ নম্বর আয়াতে আল্লাহতায়ালা বলেন তোমরা তোমাদের সন্তানকে দীর্ঘ দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করাবে। তিনি আরও বলেন আল্লাহতায়ালা এরশাদ করেছেন, আমি তো মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মাতাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করে। এরপর তার দুধ ছাড়ানোর হয় ২ বছরে-সূরা লোকমান আয়াত ১৪। উপস্থিত সকল ধর্মীয় নেতারা করোনাকালীন সকল ধরনের সামাজিক নিয়মকানুন ও মা ও শিশুর পুষ্টি বিষয়ে প্রত্যেকটি মসজিদে ওয়াক্ত ও জুম্মার নামাজে আর ও গুরুত্ব সহকারে আলোচনা করবেন বলে প্রতিজ্ঞা করেন। ধর্মীয় নেতাদের পুষ্টি বিষয়ক সতেজিকরণ প্রশিক্ষণটি পরিচালনা করেন ইউনিয়ন কো-অর্ডিনেটর মোঃ মহিববুল্যাহ।
উল্লেখ্য যে, সূচনা প্রকল্পটি ইউকেএইড ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায় এফআইভিডিবি সংস্থা সিলেট জেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। বিজ্ঞপ্তি