স্টাফ রিপোর্টার :
আজ মঙ্গলবার শ্রীশ্রী দুর্গাদেবীর মহাসপ্তমী। নবরাত্রির সপ্তম তিথি। শ্রী শ্রী দুর্গা দেবী সপ্তমী তিথিতে পূজিত হন ভয়ঙ্করী দেবী কালরাত্রি রূপে। দেবীর ভয়াল রূপ অশুভ আত্মা, আসুরিক সত্ত্বা, ভূত, প্রেত, নেতিবাচক এবং অশুভ শক্তি ধ্বংসকারী। সপ্তমী তিথিতে নীলফুলে দেবী কালরাত্রির (দেবী দুর্গার) পূজা করলে শনির শুভ ফল প্রাপ্তি হয়।
পুঞ্জিকা অনুসারে, ২৫ অশ্বিন, বাংলাদেশ ২৭ আশ্বিন ১৪২৮ বাংলা (১২ অক্টোবর ২০২১ইং) মঙ্গলবার সূর্যোদয় ঘ ৬/৫/২ সূর্যাস্ত ঘ ৫/৪১/৩৭। সপ্তমী তিথি রাত্রি ঘ ২/১৬/৫০ পর্যন্ত। শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজা। পুর্ব্বাহৃ ৯/৫৭/১৪ মধ্যে দ্বাত্নক চরলগ্নে ও চরনাবাংশে (কিন্তু বারবেলানুরোধে ঘ ৭/৩২/৬ মধ্যে পুনঃ ঘ ৮/৫৯/১১ গতে পুর্ব্বাহৃ) শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)। দেবীর ঘোটকে (ঘোড়ায়) আগমন। ফলম্-ছত্রভঙ্গম্ভরঙ্গমে। কাল বুধবার ১৩ অক্টোবর শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহষ্টমাদি কল্পারম্ভ।
জানা গেছে, সিলেট জেলা ও মহানগরীতে এবার ৬৭০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সিলেট জেলায় ৬০৫টি মন্ডপে ও মহানগরীর ৬৫টি মন্ডপ। আর মহানগরীর সার্বজনীন ৫০টি এবং ১৫টি পারিবারিক মন্ডপ রয়েছে। ৫ দিন ব্যাপী অনুষ্ঠেয় শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বইছে এখন উৎসবের আমেজ। আগামী ১৫ অক্টোবর শুক্রবার দশমীর পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে শ্রীশ্রী দুর্গাপূজা।