শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের সচেতন করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

6

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওয়তায় পরিবহন চালক ও শ্রমিকদের শব্দদূষণ সম্পর্কিত বিষয়ে সচেতন করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (১১ অক্টোবর) বেলা ২টায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ফজলুল কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল, এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি