‘ছাত্র ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক থাকতে হবে সম্মান ও বন্ধুত্বের। শিক্ষকরা শিক্ষা পুনরুদ্ধারে কাজ করছেন, শিক্ষকদেরকে দায়িত্ব ও বিবেকবোধ নিয়ে কাজ করতে হবে তাহলে শিক্ষকদের মর্যাদা বাড়বে। শিক্ষকদের মর্যাদা ও উন্নয়নের মাধ্যমে শিক্ষার উন্নয়ন সম্ভব। পারিবারিক শিক্ষা মানসম্পন্ন হতে হবে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আকবেট ও গণস্বাক্ষরতা অভিযানের বাস্তবায়নে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্র বিন্দুতে শিক্ষক’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
ইউকে-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট আকবেট ও গণস্বাক্ষরতা অভিযান-এর যৌথ উদ্যোগে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে গতকাল শনিবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আকবেট সিলেট-এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: কামাল আহমদ চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির খান, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাফাদার, স্কলার্স হোম মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষ মো: ফয়জুল হক, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা। এছাড়া বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, শাহজালাল উপশহর একাডেমির প্রধান শিক্ষক মো: জালাল উদ্দিন, রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মো: মাসুম তালুকদার, আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক সাহেদ আহমদ, স্কলার্স হোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের একাডেমিক কো অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান,আনন্দ নিকেতন স্কুলের শিক্ষক মেহজাবিন জহুরা কাকন, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যারয়ের শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক, উম্মুল কোরআন মাদ্রাসার শিক্ষক আব্দুস সবুর চৌধুরী, এওয়ার্ড-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারুক আহমদ, এফআইভিডিবি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর নজরুল ইসলাম মনজুর। বিজ্ঞপ্তি