অন্ধ কুসংস্কার

4

রুস্তম আলী :

কে বলেছে কাক ডাকলে তার অশুভ লক্ষণ
নিজ গৃহে, পাড়া প্রতিবেশি বা আত্মীয়-স্বজনের মৃত্যুর
দুঃসংবাদ বয়ে আনে?
হাড়ি চাচা ডাকলে বাড়িতে কুটুমের উদ্ভব ঘটে?
কে বলেছে ভ্রমন্ত পথে যান বাহনের সামনে বিড়াল
পড়লে সেটা হয় অশুভ লক্ষণ?
দুর্ঘটনা ঘটার তীব্র শঙ্কা?
আর তাকে চাপা দিতে পারলেই যাত্রা শুভ।
দুর্ঘটনা মুক্ত?
কে বলেছে সকাল বেলায় বিছানা তুলে ঘর ঝাড়
না দিয়ে বা রাতের আঁধারে কাউকে টাকা পঁয়সা
দিলে বাড়ির আয় উন্নতি হ্রাস পাই?
সংসারে দারিদ্রতা নেমে আসে?
পৃথিবীতে তো সবাই বাঁচতে চাই অনন্তকাল
অসুস্থ হলেই ছুটে যায় ডাক্তারের কাছে
ওষুধ খায়,
শরীরের যত্ন নেই,
তবু তো কেউ মৃত্যু হতে রেহাই পাইনি
পরস্পর সবাই চলে গেছে।
তোমরা কি তার আদি অন্ত জানবে না?
নিয়তির পরিহাস মানবে না?
নাকি অন্ধ-কুসংস্কারে ডুবে থাকবে?