মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ৬৪ জেলার একটি করে বধ্যভূমিতে গণহত্যার পরিবেশ থিয়েটার মঞ্চায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের দোসরদের দ্বারা সমগ্র বাংলাদেশে যে বর্বরোচিত গণহত্যা সংগঠিত হয়েছে তাকে উপজীব্য করে পরিবেশ থিয়েটার নির্মাণই এই কর্মসূচির মূল লক্ষ্য। এরই অংশ হিসেবে জেলা প্রশাসন সিলেটের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সিলেটে সংগঠিত বিভিন্ন গণহত্যার আলোকে সিলেটের গণহত্যার পরিবেশ থিয়েটার ‘জাতিহনন একাত্তর’ মঞ্চায়নের সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ (২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় নগরীর শহিদ শামসুদ্দিন বধ্যভূমি ও কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গণহত্যার পরিবেশ থিয়েটারের উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। গণহত্যার পরিবেশ থিয়েটার মঞ্চায়ন কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। বিজ্ঞপ্তি