ঝুমন দাশের মুক্তিতে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জের অভিনন্দন

12

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
হেফাজতে ইসলামের তৎকালীন নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশ জামিন পেয়েছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঝুমন কে এক বছরের জামিন দেন। ঝুমনকে জামিন দেওয়ায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটি।
সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা নুরুল হক আফিন্দি, সিরাজ-উ-দৌল্লা, নজির উদ্দিন, নির্বাহী সদস্য, আব্দুল মান্নান তালুকদার, মোদাচ্ছির আলম সুবল, এটিএম আজরফ, সামছুল ইসলাম সরদার, জহিরুল ইসলাম লাল মিয়া, সমন্বয়কারী মিসবাহ উদ্দিন, গোলাপ মিয়া, মোর্শেদ মিয়া, সদস্য মোহাম্মদ আলী, আব্দুর রশিদ চৌধুরী সাইদুল কিবরিয়া, মো. আব্দুল মতিন, রেজাউল করিম রিজু, জিয়াউর রহিম শাহীন, আব্দুস ছত্তার, মহরম আলী, মেহেদী হাসান উজ্জল, ফারজানা আক্তার, এডভোকেট রিপা সিনহা, বীনা রানী তালুকদার, খালেদা বেগম, শামছুন নাহার শিলা এক বিবৃতিতে বলেন, আমরা, শান্তি-সম্প্রীতি ও সহাবস্থানের লক্ষ্যে গঠিত ‘সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ’, ঝুমন দাশের মুক্তিতে যেমনি আনন্দিত, তেমনি ভাবে শংকিত এবং উদ্বিগ্ন। ঝুমন দাশ বাড়ি ফেরার পরে তার নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। যাতে এধরণের কোন সাম্প্রদায়িক ঘটনা আর না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। মতপ্রকাশের অধিকার, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার ও আহ্বান জানাচ্ছি।