বিশ্বাস

2

মোঃ বুলবুল হোসেন :

মনের আকাশে কালো মেঘ
বলবো তাকে গিয়ে,
সোনালী রোদে বৃষ্টির খেলা
মনের আকাশ দিয়ে।

গাছ যেমন দাঁড়িয়ে থাকে
শিকড়ে় সে অটুট,
সবাই তোমায় বলবে একদিন বিশ্বাসের ঐ মুকুট।

বিশ্বাস নামে বটবৃক্ষ হোক
তোমার জীবনে সুখ,
তারি ছায়ায় থাকতে পারি
থাকবে না কোনো দুখ।

হৃদয় ক্ষতের অস্ত্রোপচার
হয়তো যথেষ্ট নয়,
ভুল বুঝার ঐ কারন খোঁজো
বিশ্বাসে প্রেম হয়।