সুন্দর সমাজ বিনির্মাণে সার্ভেয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ – এডভোকেট মিসবাহ সিরাজ

19

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ভূমি সংক্রান্ত বিষয়ে শান্তি-শৃংখলায় সার্ভেয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাধারণ জনগণের মধ্যে অনেক সময় ভূমি বিষয়ে ভুল বুঝাবুঝির মাধ্যমে বিরোধ সৃষ্টি হয়। বিরোধীকালীন সময় সার্ভেয়ারদের সঠিক পরিমাপের মাধ্যমে বিরোধের অবসান ঘটে। বিরোধ নিষ্পত্তি একটি মহৎ কাজ ও সমাজসেবার সামিল। তিনি সততা, স্বচ্ছতা ও সর্তকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ, জাতি ও সমাজের উন্নয়নে সামিল হওয়ার লক্ষ্যে সার্ভেয়ারদেরকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
এডভোকেট মিসাবহ সিরাজ ৪ মার্চ মঙ্গলবার সকালে সিলেট নগরীর একটি হোটেলে দক্ষিণ সুরমা উপজেলা সার্ভেয়ার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সার্ভেয়ার ও দলিল লেখক আব্দুল গফফার এর সভাপতিত্বে ও সার্ভেয়ার তারেক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের উপাধ্যক্ষ ড. এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সিলেট জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, সিলেট জজ কোর্টের এডভোকেট মোহাম্মদ বদরুল ইসলাম জাহাঙ্গীর।
সার্ভেয়ার আশরাফ আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজা জিসি হাইস্কুলে সার্ভে প্রশিক্ষণের প্রশিক্ষক তুরাব আলী, ময়নামতি ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষক সার্ভেয়ার মাছুম ভূইয়া, সার্ভেয়ার যথাক্রমে মনোয়ার আহমদ, মাছুম আহমদ, সামায়েল আহমদ, রুমেল আহমদ, শহিদুল ইসলাম লিটন, আদনান খান হেলাল, সাহেল আহমদ, হেলাল আহমদ, সজ্জাদ মেম্বার, বদরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আব্দুল গফফার-কে সভাপতি, তারেক আহমদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী দক্ষিণ সুরমা উপজেলা সার্ভোর কল্যাণ সমিতি কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি