ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪ দফা দাবিতে প্রকৌশলী সমাবেশ ও মানববন্ধন আজ

3

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে হ্রাসে শিক্ষা মন্ত্রণালয়ের আত্মঘাতি উদ্যোগ বন্ধ, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট, ৫০% পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়ন সহ ৪ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, সিলেট জেলা শাখা উদ্যোগে আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত সিলেটের জেলা প্রশাসক ভবন সংলগ্ন সড়কে প্রকৌশলী সমাবেশ, মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট ৪টি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।
উক্ত মানববন্ধনে আইডিইবি’র সিলেট জেলার সকল সদস্য প্রকৌশলী, সকল সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-ছাত্র-শিক্ষক-পেশাজীবিগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি