গোলাম কবির :
নিধীয়াতুল ইকরা মণি
বেঁচে থাকার প্রাণ,
বড় হয়ে বাবা মায়ের
রাখবে ধরে মান।
সকাল হলেই ইকরা যে তাই
স্কুলে যায় রোজ,
রুটিনমাফিক পড়ছে কিনা
রাখে মায়ে খোঁজ।
রাত্রীবেলা বাবা এসে
ঠোঁটে চুমু দেয়,
বইয়ের পড়া পড়ছি কিনা
খোঁজ খবর নেয়।
বাবা মায়ের ইকরামণি
জান্নাতি এক ফুল,
কোন কিছুর বিনিময়ে
হয় নাযে তার তুল।