বাবার খোঁজে

5

আল-কাউসার

সুখের দেশে নিত্য হেসে
চলছি জগৎ মাঝে,
বাবার হোটেল করছি দখল
সকল সদা কাজে।

বাবার টাকা করছি ফাঁকা
নিজের পকেট ভরে,
সকাল সাঁঝে জীবন ভাঁজে
পুষ্প সুখের ঝরে।

বাবার ছায়ায় সোহাগ মায়ায়
আদর যতেœ পড়ে,
ভুলে গেলাম জীবন নদে
কষ্ট কেমন করে!

হঠাৎ করে খবর পেলাম
বাবা নেই আর ধরায়,
সেদিন থেকে জীবন মাঠে
ধরলো ভীষণ খরায়।

বাবা তুমি কোথায় গেলে
খুঁজে মরি আমি,
এ জীবনে তোমার মতো
কেউ হবে কী দামী?