ক্ষমাশীল প্রভু

28

রুস্তম আলী :

ক্ষমাশীল প্রভু গো তুমি
ক্ষমা করো সবে
তোমার ক্ষমা বিনা কেবা
জান্নাতি হবে?

যত ইবাদত করে থাকি
ধ্যানেতে মশগুল
তবু জানি চলার পথে
আছে অনেক ভুল।

যেমন পুণ্য সঞ্চয় করি
তেমনি করি পাপ
সেই পাপের ভয়ে মনে
বাড়ে অনুতাপ।

ক্ষমা না করে যদি তুমি
নিতে চাও হিসাব
দিতে কভু পারব না
তার কোনো জবাব।

পুণ্য সঞ্চয় করে তবু
তোমার দয়া চাই
তোমার দয়া ছাড়া জানি
কারো গতি নাই।

দয়া যদি না করো প্রভু
তবে কেউ আর
কিয়ামতের দিনে নাজাৎ
পাবনা তোমার।