শরৎ আসে

6

মাহতাব উদ্দিন :

শরৎ প্রভাতে ডালা ভরেছে মালীর,
সুবাস ছড়িয়ে দেয় ঝরা শেফালির।
জোছনার হাতছানি সুনীল আকাশে,
পালতোলা সাম্পান ভরাজলে ভাসে।
মালতী-কামিনী জুঁই দোলা দেয় মনে,
সাদাসাদা কাশফুল ফোটে কাশবনে।
মাধবী-গোলাপবাগে মৌমাছি ওড়ে,
পাপিয়া-দোয়েল গায় সুমধুর সুরে।
নিয়ত শরৎ আসে আড়মোড়া দিয়ে,
হালকা চপলে চলে মেঘমালা নিয়ে।
বর্ষার ঘনঘোর আঁধার তাড়িয়ে,
মধুর কাকলি আসে পবন মাড়িয়ে।
দিগন্ত বিস্তৃত সবুজের খেলা,
কৃষকের মুখে তাই হাসি আজ মেলা।