গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে ভাদেশ^র ইউনিয়ন আ’লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে মোকামবাজারে গণ-সংযোগকালীন পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধ্বংস প্রাপ্ত দেশকে সোনার বাংলা গড়ায় মনোনিবেশ করেন। তিনি অনেক দূর এগিয়েও গিয়েছিলেন। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্ররা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে ভেবেছিল বাংলাদেশকে আবারো পাকিস্তানের তাবেদার রাষ্ট্রে পরিণত করবে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দূর দরশিতা এবং দেশ বিরোধী চক্রকে কঠোর হস্তে দমন করে আজ বাংলাদেশ বিশ^ দরবারে একটি উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি লাভ করেছে। তিনি বলেন,উন্নয়নের অগ্র যাত্রাকে অব্যাহত রাখতে হলে আ’লীগ সরকারের কোন বিকল্প নেই। আগামী ৩০ ডিসেম্বও সকল নেতাকর্মী সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করার জোর আহবান জানান। ভাদেশ^র ইউপি আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক জহির উদ্দিনের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, জেলা কার্যকরী কমিটির সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ¦ ময়নুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আলী, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিপন প্রমুখ। এ সময় ইউপি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ-সহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।