স্পোর্টস ডেস্ক :
আসন্ন টি-২০ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এই ফরমেটে টানা ৩ সিরিজ খেলেছে বাংলাদেশ দল। আর এই তিন টি২০ সিরিজেই জয় তুলে নিয়ে দারুণভাবে প্রস্তুতি সেরেছে টাইগাররা। আজ বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ, তাই এদিনও জয়ের বিকল্প কিছু ভাবছেন না মাহমুদুল্লাহ রিয়াদরা। ৫ ম্যাচের সিরিজে আজ পঞ্চম ও শেষ টি২০ ম্যাচ বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে। ইতোমধ্যেই ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের ট্রফি নিশ্চিত করেছে টাইগাররা। তাই আজ শেষ ম্যাচে কয়েকজনকে বিশ্রাম দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাকিদের সুযোগ দিতে পারে বাংলাদেশ। আঙ্গুলে ব্যথা থাকা সাকিব আল হাসান, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান টানা খেলা থেকে বিশ্রাম পেতে পারেন। এই ম্যাচে সুযোগ পেতে পারেন তরুণ ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন। তিনি দাবি করেছেন টিম স্পিরিট এই মুহূর্তে দুর্দান্ত বাংলাদেশের। আর দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল একটি ম্যাচ জিতেই খুশি। তারা শেষটা সুন্দর করতে চায় আরেকটি জয়ে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে বাংলাদেশ দল আইসিসি র্যাঙ্কিংয়ে উঠে যেত ৫ নম্বরে। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয় সিরিজের তৃতীয় টি২০ হেরে। তবে সিরিজ নিশ্চিত হওয়ায় এখন ৬ নম্বরে থাকা নিশ্চিত হয়েছে। ঘরের মাঠে দুরন্ত ও অদম্য হয়ে ওঠা বাংলাদেশকে হারিয়ে রীতিমতো বিস্ময় উপহার দেয় কিউইদের দ্বিতীয় সারির টি২০ দল। অবশ্য তাদের যে এই সামর্থ্য আছে সেই আশঙ্কা করেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অধিক আত্মবিশ্বাসী না হতে সতর্কবার্তাও দিয়েছেন। কিন্তু কাজ হয়নি মূলত প্রথম ম্যাচেই কিউইদের ৬০ রানের সর্বনিম্ন সংগ্রহে গুটিয়ে দিয়ে হেসে-খেলে জয় পাওয়াতে। তৃতীয় ম্যাচ জিতে কিউইরা তর্জন-গর্জন শুরু করে। সেটিকে আবার স্তিমিত করে দিয়েছে টাইগাররা। চতুর্থ ম্যাচে এসে আবার কিউইরা নতিস্বীকার করে। এ উইকেটে স্পিনাররা দাপট দেখাবেন তা অনুমিতই ছিল। সর্বশেষ কয়েক ম্যাচেই সেটি দেখা গেছে। নিউজিল্যান্ডের অনভিজ্ঞ স্পিন আক্রমণের কাছে বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যর্থতাও ভাল অভিজ্ঞতা দিয়েছে। বিশ^কাপে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে আরও অভিজ্ঞ ও শীর্ষস্থানীয় স্পিনারদের মোকাবিলা করতে হবে। তখন এই দু’টি সিরিজের অভিজ্ঞতা কাজে লাগবে। এছাড়া ব্যাটসম্যানদের কঠিন এ উইকেটে যে পরীক্ষার মধ্যে ম্যাচ জিততে হয়েছে তা আত্মবিশ্বাস জোগাবে। এ বিষয়ে তরুণ অলরাউন্ডার শামীম বলেন, ‘আমরা শেষ তিনটি সিরিজে অনেক ভাল করেছি। তিনটি সিরিজেই জেতার কারণ টিম স্পিরিট ভাল ছিল, সবার মধ্যে বন্ধনটাও ভাল ছিল এবং আমরা কেউ হাল ছাড়তে চাইনি। একটি দলের মধ্যে টিম স্পিরিটটা অনেক গুরুত্বপূর্ণ। এটা থাকলে যে কোন দলকেই হারানো যায়।’
দলের অন্যতম সেরা ফিল্ডার শামীম এখনও এই সিরিজে খেলার সুযোগ পাননি। তবে বিশ^কাপ স্কোয়াডে থাকা এ তরুণকে আজ একাদশে দেখা যেতে পারে। এছাড়া সুযোগ পেতে পারেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাঁহাতি টপঅর্ডার সৌম্য সরকার (যদিও বুধবার অনুশীলনে কাঁধে চোট পেয়েছেন), লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও ডানহাতি পেসার তাসকিন আহমেদ। সেক্ষেত্রে নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, আঙ্গুলে ব্যথা থাকা সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন চলে যেতে পারেন সাইডবেঞ্চে। ইতোমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি২০ সিরিজ জয়ের ইতিহাস রচিত হওয়াতেই মূলত তারা সুযোগ পেতে যাচ্ছেন। তবে বাঁহাতি স্পিনার রাখতে চাইলে নাসুমের পরিবর্তে একাদশের বাইরে যেতে পারেন শেখ মেহেদি হাসানও। এই ম্যাচ জিতলে অস্ট্রেলিয়ার মতোই নিউজিল্যান্ডকেও ৪-১ ব্যবধানে হারাবে বাংলাদেশ। সেটিই লক্ষ্য স্বাগতিকদের। নিউজিল্যান্ড অবশ্য ঘুরে দাঁড়াতে উন্মুখ। কারণ এই দলটিই খেলবে পাকিস্তান সফরে গিয়ে। তাই প্রথমবারের মতো এই ম্যাচে অভিজ্ঞ পেসার ম্যাট হেনরি খেলার সুযোগ পেতে পারেন।