গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার মরহুম বিএনপি নেতৃবৃন্দের কবর জিয়ারত করলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির প্রথম সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। সোমবার (৬ সেপ্টেম্বর) তিনি সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মাওলানা রশীদ আহমদ, বিয়ানীবাজার যুবদলের সাবেক সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও তার ভাই আসাদ উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষের পিতা হাজী মুফিজ আলী, গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আলম লিলন, দুবাগ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এবাদুর রহমান, বিয়ানীবাজার যুবদলের সহ সভাপতি কয়ছর আহমদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ছনই, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদের মাতা কুতুবুন নাহার ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামিল আহদের ভাই মাওলানা মজির আহমদ কবর জিয়ারত করেন।
এ সময় তিনি মহান রাব্বুল আল আমিনের দরবারে মরহুমদের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কবর জিয়ারতকালে গোলাপগঞ্জ উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মহি সুন্নাহ চৌধুরী নার্জিস, পৌর বিএনপির আহ্বায়ক হাসান এমাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মশিকুর রহমান মহি, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, বণিক সমিতির সভাপতি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলেকুজ্জামান আলেক, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সেলিম আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম চৌধুরী।
বিয়ানীবাজার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক নুরুল হুদা বাবুল, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নজরুল হোসেন, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন মুক্তা, সদস্য আব্দুস সবুর, সদস্য আখতার খান জাহেদ, সদস্য আতাউর রহমান, সদস্য এডভোকেট রেজা আহমদ, সদস্য মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুমেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব গিয়াস উদ্দিন আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, হারুন আহমদ, বিয়ানীবাজার ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কাউন্সিলর মিসবাহ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি