হামীম রায়হান :
জানালায় এসে শরতের ভোর
ঠক ঠক নাড়ে কড়া,
তোহফা মনি বাইরে তাকায়,
বন্ধ করে পড়া।
অংক বইয়ের মারেপ্যাচ তার
ভালো লাগে মোটে,
জানালা দিয়ে ডাকছে নদী
কাশ যেখানে ফোটে।
তোহফা কী আর দিতে পারে
বইয়ের পড়ায় মন,
মন যে কবে ছুটে গেছে
পদ্ম ফুলের বন।
গুন গুন গুন মৌমাছি গান
ফুল মধুতে গায়,
মেঘরাজ এসে ইলশেগুঁড়ি
বৃষ্টি দিয়ে যায়।
রোদ, বৃষ্টির মিতালি এমন
তোহফার লাগে ভালো,
তোহফার হাসি শরত হয়
ছড়িয়ে দিল আলো!