অনুতাপ দহন

22

আনোয়ার আল ফারুক

অনুতাপ দহনে’যে জ্বলে পুড়ে খাক
ভুল পথে পেরিয়েছি জীবনের বাঁক
খুঁজিনি যে কোন কালে হিদায়ার পথ
বয়সের ভারে আজ থেমে গেছে রথ;
ক্ষমা পেতে আশাহত হইনি যে কভু।।

জেনে বুঝে দিয়েছিতো অপরাধে ডুব
অনুতাপে আজ তাই কেঁদে যাই খুব,
হাশরের মাঠে দিও সুখোময় মুখ
দুর করে দিও তুমি জীবনের দুখ;
বিপদের সময়েও পাশে থেকো তবু।।

ক্ষমা করে দাও তুমি অগণিত ভুল
ফুটাও যে জীবনের সুবাসিত ফুল,
দাও তুমি রহমের বারিধারা যতো
সিজদায় সিজদায় হই অবনতো।।

সবরের সাথে দাও দৃঢ় মনোবল
তার সাথে ঈমানের দাও কোলাহল,
দাও তুমি ঠাঁই দাও রহমের কোলে
করুণার দ্বার যতো দাও আজ খোলে;
ক্বালবেতে সাকিনায় ভরে দাও প্রভু।।