সাবেকুন নাহার :
একটি বৃক্ষ জন্মেছিল বাংলাদেশের প্রতীক হয়ে
একটি মহামানব জন্মেছিল হাজার কালের জন্যে
সে যে একটাই মহিমান্বিত নাম
ওহে শেখ মুজিবুর রহমান!
হাজারো নেতার দিকনির্দেশক
হাজারো দেশপ্রেমিকের উৎসাহদাতা
সে যে একটাই গৌরবান্বিত নাম
ওহে শেখ মুজিবুর রহমান!
হে সতেরো মার্চ তুমি ধন্য, তুমি পরিপূর্ণ
শত বছর আগে তোমার কোলে ভূমিষ্ঠ হয়েছিল
ঝলমলে এক হীরে
কোটি জনতার ভীড়ে সে যে একজনই
ওহে শেখ মুজিবুর রহমান!
সমস্ত বাঙালির দ্বিতীয় পিতা তুমি
অন্যায় অবিচারের বল তুমি
বাংলা হৃদয়ের গর্ব তুমি
ওহে শেখ মুজিবুর রহমান!
তোমার জন্মের শোণিত ধারায় রঞ্জিত ভূমিষ্ঠস্থান
তোমার স্পর্শে ধন্য সে ভূমি
তোমার চিৎকারে কম্পিত ক্রন্দসী
ওহে শেখ মুজিবুর রহমান!