কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে একটি টিউবওয়েলের পাইপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান মিলছে। গতকাল সোমবার কানাইঘাট-দরবস্ত সড়কের বিষুপুর করচটি নতুন ব্রিজের রাস্তার পাশে টিউবওয়েল শ্রমিকরা টিউবওয়েল পাইপ বসানোর কাজ করার সময় হঠাৎ করে পানির সাথে তীব্র বেগে পাইপ লাইন দিয়ে গ্যাসের ধোঁয়া বের হতে থাকে। এ সময় টিউবওয়েলে বসানোর সাথে জড়িত শ্রমিক ও আশপাশের লোকজন আতংকিত হয়ে উঠেন। তাৎক্ষণিকভাবে তাঁরা টিউবওয়েলের পাইপ বসানোর কাজ বন্ধ করে দিলেও গ্যাসের ধোঁয়া অনেক দূর উপর দিয়ে বের হতে থাকে। কয়েকজন শ্রমিক জানান, বিষুপুর করচটি নতুন ব্রিজের সড়কের পাশে শ্রমিকদের পানি পান সহ আনুষাঙ্গিক কাজের জন্য সোমবার সকাল ৯টার দিকে টিউবওয়েলের পাইপ বসানোর কাজ শুরু হয়। পাইপ লাইন ১২০ফুট নিচে যাওয়ার পর পাইপ লাইনের পানির সাথে গ্যাসের ধোঁয়া তীব্র বেগে বের হতে থাকে। কোন অবস্থাতেই গ্যাস ধোঁয়া বন্ধ করতে না পেরে এক পর্যায়ে শ্রমিকরা বেশ কিছু বস্তায় মাটি ভরে টিউবওয়েলের পাইপলাইনের গর্তটি মাটি চাপা দিলেও গ্যাস বের হওয়া বন্ধ হয়নি। পরে সেখানে প্রচুর গোবর ফেলে গ্যাসের তীব্র বেগের গতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বর্তমানে জায়গাটি সংরক্ষিত করে রাখা হলেও ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখান থেকে বুদ বুদ শব্দ দিয়ে এখনও কিছুটা গ্যাস বেরুচ্ছে। গ্যাস বের হওয়ার খবর জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ঘটনাস্থলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জসিম উদ্দিনকে পাঠান এবং সিলেট জালালাবাদ গ্যাস কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছেন বলে তিনি জানিয়েছেন। স্থানীয় লোকজন জানিয়েছেন,ঐ এলাকায় ব্যাপক গ্যাসের মজুদ থাকতে পারে। এলাকার বাড়ি ঘরে বিভিন্ন সময়ে টিউবওয়েল বসানোর সময় পাইপ লাইন দিয়ে গ্যসের ধোঁয়া তীব্র বেগে বের হওয়ার কারণে অনেকের বাড়িতে টিউবওয়েল বসাতে পারেননি। কয়েক বছর আগে নাপিত খালের পাশে মাটি খননের সময় একইভাবে গ্যাসের ধোঁয়া বের হতে দেখা যায়। এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য স্থানীয় লোকজন পেট্রোবাংলা এগিয়ে আসার আহবান জানিয়েছেন।