কনক কুমার প্রামানিক :
শুভ্র আকাশ জানান দিলো
শরতের আগমন,
ঝকমকে তাঁরার মেলায়
বিদায় বর্ষা ক্ষণ।
শিউলির মধুর সৌরভে
মাতালো সকল মন,
পেঁজা মেঘ আকাশে ভাসে
আনন্দে প্রতি ক্ষণ।
সকাল বেলার স্নিগ্ধ হাওয়া
প্রাণে দিয়ে যায় দোলা
দূর্বা দলে শিশির বিন্দু
খুশিতে আত্মভোলা।
বিকেল বেলা নদীর তীরে
শুভ্র কাশের খেলা,
ঋতুর রানী শরৎ এলে
আনন্দ সারা বেলা।